Wednesday, January 17, 2024

Real Madrid: Vinicius Junior

 


আমার আইডল রোনালদোর জন্য এই উদযাপন: ভিনিসিয়ুস


স্প্যানিশ সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। একপেশে ফাইনালে বার্সাকে ৪-১ গোলের বড় হারের লজ্জা দিয়েছে লস ব্লাঙ্কোরা। ফাইনালে হ্যাটট্রিক করে একাই সব আলো কেড়ে নিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেইশন ভিনিসিয়ুস জুনিয়র। 
ফাইনালে প্রথম গোলের পর গ্যালারির দিকে ছুটে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন ভিনিসিয়ুস। ফাইনালে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন উদযাপনের কারণ জানান ভিনি।

‘সিউ’ উদযাপন করা প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, 'উদযাপনটি ছিল ক্রিসের (ক্রিশ্চিয়ানো রোনালদো) জন্য। কারণ তিনি আমার আদর্শ। যেভাবে আজকে আমরা খেলেছি এবং যা করেছি, তাতে আমি খুবই খুশি। বার্সেলোনাকে হারানো সহজ নয় এবং ৪-১ গোলের জয় তো আরও কঠিন। প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলেছি আমরা।' 

0 comments:

Post a Comment