Wednesday, January 24, 2024

NFL Playoffs Schedule

 

NFL Playoffs Schedule 2023-24: Dates, times, TV networks for AFC, NFC Conference Championships and more

In 2024, all roads lead to Super Bowl LVIII in Las Vegas, Nevada. Super Bowl 58 is set for February 11th, but for the NFC and AFC team that will ultimately make it there, there’s still one more big challenge ahead. With Wild Card weekend and the Divisional Round wrapped, we now know the final four teams that will square off in the Conference Championships.

In the Divisional Round, CJ Stroud and the Texans hung with Lamar Jackson and the Ravens through the first half but Jackson ultimately took control of the game, leading Baltimore to a 34-10 victory. The Green Bay Packers very nearly pulled off the upset win over the No. 1 49ers, but San Francisco powered thanks to a Christian McCaffrey TD, securing a spot in the NFC Championship Game. It was another tight matchup between the Buccaneers and Lions, but Jared Goff and co. took the 31-23 win, meaning Detroi will be in their first NFC Championship G And in another thriller between the Chiefs and the Bills, it came down to a heartbreaking missed field goal attempt that sent Patrick Mahomes and Kansas City to yet another AFC Championship game.

As the NFL playoffs continue, here’s a look at the remainder of the postseason schedule, including dates, times and tv networks for the Conference Championships and Super Bowl 58.

RELATED: 2023-2024 NFL Playoff Bracket


2023-24 NFL Playoff Schedule





ভিসা ছাড়াই বিশ্বের ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

 


ভিসা ছাড়াই  বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা


আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল l

২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের পাসপোর্টগুলোর অবস্থান কেমন? ১০ জানুয়ারি সেই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে প্রথম স্থানে আছে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ৯৭তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।

সাম্প্রতিক এ সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৪০। নতুন র‍্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরও দুটি নাম, আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি।

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

  1. ভুটান,
  2. কম্বোডিয়া*
  3. মালদ্বীপ*
  4. নেপাল*
  5. শ্রীলঙ্কা**
  6. পূর্ব তিমুর*
  7. দক্ষিণ আমেরিকা 
  8. বলিভিয়া*
  9. আফ্রিকা
  10. বুরুন্ডি*
  11. কেপ ভার্দে*
  12. কমোরো দ্বীপপুঞ্জ*
  13. জিবুতি*
  14. গিনি-বিসাউ*
  15. লেসোথো
  16. মাদাগাস্কার
  17. মৌরিতানিয়া*
  18. মোজাম্বিক*
  19. রুয়ান্ডা
  20. সেশেলস*
  21. সিয়েরা লিওন*
  22. সোমালিয়া*
  23. গাম্বিয়া
  24. টোগো*
  25. কেনিয়া**
  26. ক্যারিবীয়
  27. বাহামা
  28. বার্বাডোস
  29. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
  30. ডমিনিকা
  31. গ্রানাডা
  32. হাইতি
  33. জ্যামাইকা
  34. মন্টসেরাত
  35. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  36. ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
  37. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
  38. ওশেনিয়া
  39. কুক আইল্যান্ড
  40. ফিজি
  41. মাইক্রোনেশিয়া
  42. নুউয়ে
  43. সামোয়া*

    Sunday, January 21, 2024

    ফেসবুক রিল

     


    ফেসবুক রিল বানান সহজে


    বাচ্চা থেকে বুড়ো-এখন সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। ছবি পোস্ট থেকে শুরু করে জীবনের যাবতীয় ছোট-বড় আপডেট পোস্ট করেন ফেসবুকে। তবে এখন অধিকাংশ ব্যবহারকারীরই অভিযোগ, ফেসবুকে নাকি রিচ কমে গিয়েছে। আগের মতো পোস্টে লাইক-কমেন্ট পড়ছে না। যদিও এই অভিযোগ মানতে নারাজ ফেসবুক। জাকারবার্গের সংস্থার দাবি, তারা ব্যবহারকারীদের জন্য পারসোনালাইজড ফিড তৈরি করে। বর্তমানে রিলসের যুগে আপনিও যদি ফেসবুকে প্রচুর লাইক, শেয়ার ও ভিউ পেতে চান, তবে এই গোপন মন্ত্র অনুসরণ করে চলুন। বাড়তে পারে হু হু করে ভিউ।
    ফেসবুকের তরফে জানানো হয়েছে, তারা এমন অ্যালগরিদম ব্যবহার করে যা আপনার পছন্দসই কনটেন্টই নিউজফিড, সার্চ, মার্কেটপ্লেস, গ্রুপ ও ওয়াচ অপশনে দেখায়। মূলত তিনটি বিষয়ের ওপরে ভিত্তি করে ফেসবুকের অ্যালগরিদম কাজ করে, এগুলো হলো-
    কে পোস্ট করেছে—আপনি ফেসবুকে যাদের সঙ্গে কথা বলেন বা পোস্টে লাইক-শেয়ার করেন, তাদেরই পোস্ট আপনার ফিডে বেশি বেশি করে দেখানো হয়। কনটেন্টের বিষয়বস্তু—ধরুন আপনি ফেসবুক খুলে রিলস দেখেন, তবে আপনার ফিডে বেশি রিলস ভিডিও আসবে। আপনি যদি বেশি ছবি দেখেন, তবে আপনার ফিডে বেশি ছবিই আসবে। পোস্টে ইন্টারাকশন—যে পোস্টে যত বেশি এনগেজমেন্ট অর্থাত্ যত বেশি ভিউ, লাইক-শেয়ার হয়, সেই পোস্ট বাকিদের কাছেও তুলনামূলকভাবে বেশি পৌঁছে যাবে। এক্ষেত্রে পোস্টের কনটেন্টকে তথ্যনির্ভর হতে হবে। ভুল তথ্য, ক্লিকবেট বা অতিরঞ্জিত করলে পোস্ট অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের কাছে কম পৌঁছাবে।
    ফেসবুকে রিলসের রিচ বাড়াতে কী করবেন?
    ** ভিডিওটি মজাদার ও এনগেজিং অর্থাত্ মনোগ্রাহী হতে হবে। ** নতুন কোনো ট্রেন্ড শুরু করুন। ** ফেসবুকের বিল্ট-ইন টুলস যেমন টেক্সট, ফিল্টার বা অন্যান্য এফেক্ট ব্যবহার করুন। ** ভার্টিক্যাল বা উল্লম্ব ভিডিও তৈরি করুন। ** মিউজিক অ্যাড করুন। ** কনটেন্ট ও ভিডিও তৈরির পদ্ধতি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করুন। ** ভালো লাইটিং ব্যবহার করুন। সিনেমাটোগ্রাফি এমন করুন, যা দৃষ্টিনন্দন হবে।
    এই ভুলগুলো এড়িয়ে চলুন—
    ** ব্লার বা কম রেজল্যুশনের ভিডিও ব্যবহার করবেন না। * অন্য অ্যাপের ওয়াটারমার্ক দেওয়া ভিডিও ব্যবহার করবেন না। যেমন টিকটক বা অন্য কোনো সোশ্যাল অ্যাপে তৈরি ভিডিও রিলসে পোস্ট করবেন না। ** বর্ডারযুক্ত ভিডিও পোস্ট করবেন না। ** চওড়া বা হরাইজেন্টাল ভিডিও পোস্ট করবেন না।** এছাড়া হুমকি বা হিংসাত্মক ভাষার কোনো ভিডিও পোস্ট করবেন না। ** বিদ্বেষমূলক কোনো মন্তব্য করবেন না। ** ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কিছু পোস্ট করবেন না।

    Friday, January 19, 2024

    January

     

    If you’re already finding a fully sober Dry January to be a drag, there’s a less restrictive way to cut back on drinking and still improve your relationship with alcohol.

    A semi-dry ritual dubbed “Damp January” has become an annual event for people who want to cut back on alcohol without giving it up entirely.

    Studies show that even a modest reduction in drinking can lead to improvements in blood pressure, mental health, and liver health. It can lower the risk of cancer and heart disease. And you may even notice improvements in your sleep, energy levels, and skin.

    There’s not one best way to do the Damp January challenge. Here are some ways to cut back on alcohol.



    • Special occasion drinking: Avoid drinking for January except for special occasions, like a wedding, birthday party, or anniversary celebration.
    • Add more dry days to your month: Reduce the number of days you drink during January.
    • Consume fewer drinks in a setting: For a month, cut back on the amount you drink on each occasion. If you regularly have two or more glasses of wine with dinner, for instance, commit to just one drink per sitting.
    • A combination approach: Experts say it’s best to reduce the number of days you drink and the amount that you drink on each occasion. You can set a goal to have a specific number of dry days each week and fewer servings on the days that you drink. You can drink only at special events or be sober on special occasions. Pick the strategy that works for you.
    • The important thing to know is that any strategy you use to reduce how much and how often you drink will be beneficial, said Katie Witkiewitz, director of the Center on Alcohol, Substance Use And Addiction at the University of New Mexico and a former president of the Society of Addiction Psychology.

      Any reduction in drinking is associated with improvements in health,” she said. “As your drinking increases you have increased health risks, and as your drinking decreases you have decreased health risks.”

      “Even if you didn’t drink for one day that’s still one day less of drinking,” she added.

      Reset your relationship with alcohol

      Damp January (some people call it Dryish January) can act as something of an alcohol reset – a chance to give your gut, brain, and liver a break and reassess your drinking habits.

      Damp January works for many people because it’s not all or nothing. If your goal is to reduce your drinking by 30 percent and you fall a little short, that still counts as a success. If you find even small reductions in your drinking are impossible then that could signal the need for professional help.


    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে

     


    বাণিজ্য মেলার পর্দা উঠছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল রোববার (২১ জানুয়ারি)।

    ১৯৯৫ সাল থেকে যথারীতি বছরের প্রথম দিন থেকেই বসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কিন্তু এবার তার ব্যতিক্রম। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে পেছানো হয়েছে মেলার ২৮তম আসর। নির্বাচন পরবর্তী নতুন সরকার ও নতুন মন্ত্রিপরিষদ গঠন হওয়ায় মেলা বসার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল মেলায় বরাদ্দ নেওয়া স্টল মালিক-শ্রমিকরা। তার অবসান ঘটিয়ে মেলা বসার সব প্রস্তুতি প্রায় শেষ।

    দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়। 


    দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। 

    New Year 2024


    Here’s the list of stores open and closed on New Year’s Day 2024


    The New Year is almost upon us. And as the world prepares to ring in 2024, many are winding down from the holidays and getting back into their regular routines — give or take some fresh resolutions.
    If you’re planning on grabbing groceries or doing some other shopping to kick off the new year, it’s wise to double-check stores’ hours. While more businesses typically stay open on New Year’s Day compared to Christmas Day, a handful of chains still cut back on hours or shut their doors to commemorate the holiday. Some also close up shop early for New Year’s Eye.
    Operations can vary on location. When in doubt, call ahead or check the hours of stores in your neighborhood online.
    Here’s a rundown of major store hours and which businesses are open and closed in the U.S. this New Year’s Day.

    IS WALMART OPEN ON NEW YEAR’S DAY?

    Walmart is open during normal hours on New Year’s Day.

    IS TARGET OPEN ON NEW YEAR’S DAY?

    Target is open with regular operating hours on New Year’s Day.

    IS COSTCO OPEN ON NEW YEAR’S DAY?

    All Costco warehouses in the U.S. are closed on New Year’s Day.

    IS CVS OPEN ON NEW YEAR’S DAY?

    Many CVS Pharmacy locations will operate with normal hours on New Year’s, but some non-24 locations may have reduced hours

    IS WALGREENS OPEN ON NEW YEAR’S DAY?

    Walgreens will be open with regular hours on New Year’s Day, but pharmacy hours can vary by location. 

    S STARBUCKS OPEN ON NEW YEAR’S DAY?

    Many Starbucks locations will be open on New Year’s Day, but hours can vary — with the coffee company noting that “stores may occasionally adjust their hours based on business and customer needs” throughout the holiday season.

    WHAT OTHER STORES ARE OPEN ON NEW YEAR’S DAY?

    Here’s a list of other grocery, convenience and retail chains that are open on New Year’s Day:

    1. Albertsons: Stores are open with regular hours, but pharmacy openings may vary.

    2. Home Depot: Stores are open from 9 a.m. to 8 p.m.

    3. IKEA: Stores are open with regular hours.

    4. Jewel-Osco: Stores will be open, but most pharmacies will be closed.

    5. Kroger: Stores will be open with regular hours.

    6. Lowe’s: Stores are open from 9 a.m. to 6 p.m.

    7. Macy’s: Stores are open with regular hours, which may vary by location.

    8. Meijer: Stores are open from 6 a.m. to midnight.

    9. Rite Aid: Stores are open at regular hours.

    10. Safeway: Stores are open with regular hours, but pharmacy hours may vary.

    11. Sheetz: Stores are open with regular hours (24/7).

    12. 7-Eleven: Most stores are open 24/7 (including on New Year’s Day), but some locations’ hours can vary.



    WHAT STORES ARE CLOSED ON NEW YEAR’S DAY?

    In addition to Costco, here are some other stores that close their doors for New Year’s Day:

    1. ALDI: Stores are closed.

    2. Sam’s Club: Stores are closed.

    3. Trader Joe’s: Stores are closed.


    Source ap News

    Thursday, January 18, 2024

    প্রথমবার সাঁতার সেন্ট মার্টিনে

     


    প্রথমবার সাঁতার সেন্ট মার্টিনে


    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটি। সেখানেই একদিন (বাংলা চ্যানেলজয়ী সাঁতারু সাইফুল ইসলাম) রাসেল ভাইয়ের সঙ্গে পরিচয়। তাঁর কাছেই চ্যানেল সম্পর্কে প্রথম সবক পেলাম। তারপর নিজেও তৈরি হতে শুরু করি। কিন্তু ২০২০–২১ সালে করোনার কারণে অভিযানে যাওয়া হলো না। ২০২২ সালে সব প্রস্তুতি নিয়েও পায়ের আঘাতের কারণে পরিকল্পনা বাতিল করতে হলো। ২০২৩–এ ‘১৮তম বাংলা চ্যানেল সাঁতার’-এ অংশ নেওয়ার সুযোগ তাই কোনোভাবেই হারাতে চাইছিলাম না। আমার প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসায় কাজটা আরও সহজ হলো।



    আমি এমনিতেই ধীরগতির সাঁতারু। রোজ পুলে সাঁতার কেটেও তাই মন ভরছিল না। তা ছাড়া খোলা পানিতে কোনো দিন সাঁতারও কাটিনি। শুধু ‘বদ্ধ’ অভিজ্ঞতা নিয়ে বঙ্গোপসাগরে সাঁতার কাটতে যাওয়াটা উচিত হবে না। তাই পুকুরে নামার সিদ্ধান্ত নিলাম। তত দিনে ঢাকাতেও শীত পড়তে শুরু করেছে। তবু সকাল সাড়ে ছয়টা কি সাতটার মধ্যে জহুরুল হক হলের পুকুরে নেমে পড়ি। দুই থেকে তিন ঘণ্টা টানা সাঁতার কাটি। এভাবে অনুশীলন করতে করতেই ডিসেম্বর চলে আসে। সময় যত ঘনিয়ে আসে, তত বাড়তে থাকে চিন্তা। স্কুলের গণিত পরীক্ষার আগের রাতের মতো মনে ভয় ভর করতে থাকে।

    প্রিয় মানুষদের দেওয়া সাহসকে পুঁজি করে ২৫ ডিসেম্বর টেকনাফের বাসে উঠে বসি। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় সমুদ্রের ঢেউ দেখে মনে সংশয় উঁকি দিল, পারব তো!

    সেদিনই সবার সঙ্গে অনুশীলন করতে টেকনাফের সৈকতে গেলাম। পাড়ে বসে বিশাল ঢেউ দেখতে দেখতে ভাবছিলাম, এই উন্মাতাল ঢেউ কীভাবে সামাল দেব! অভিজ্ঞ দু-একজন পরামর্শ দিলেন, ঢেউয়ের নিচ দিয়ে যেতে হবে, ওপর দিয়ে গেলেই নাকানিচুবানি খেতে হবে।

    সাঁতার শুরুর আগে অন্যদের সঙ্গে একটু ব্যায়াম করে নিলাম। তারপর পানিতে নেমে পড়লাম। প্রথম দু-একটা ঢেউ ভালোমতোই পার করলাম। তৃতীয় ঢেউ আসতেই তাল হারিয়ে ফেললাম। দুই ঢোঁক পানি খেতে হলো। বিশুদ্ধ লবণপানি! তারপরও সাহস না হারিয়ে গভীরে যেতে থাকলাম। বিশাল সমুদ্রের বুকে একসময় দেখি আমি সবার শেষে। ভয় করছিল। তখন রাসেল ভাইয়ের কথাটা মনে পড়ল। নামার আগে আগে তিনি বলেছিলেন, ‘সামনের জনকে অনুসরণ করবে।

    ঘণ্টা দুয়েক সাঁতারের পর আমার নেভিগেটরকে (বোটে থেকে যাঁরা দিকনির্দেশনা দেন) ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করে বললাম, আমি স্লো সাঁতারু, তাঁরা যেন আমাকে একটু বেশি সাপোর্ট করেন। নেভিগেটর আশিক ভাই বললেন, ‘হ্যাঁ, আপনি স্লো আছেন, তবে আপনার পেছনে আরও দুজন আছে!’

    কথাটা শুনে মনে আশার সঞ্চার হলো। সাহসও দ্বিগুণ বাড়ল। সাঁতারের গতি বাড়িয়ে দিলাম। এর মধ্যে খেজুর আর পানি খেয়ে নিলাম। তবে লবণপানি মিশে যাওয়ায় কলা আর খেতে পারিনি।

    ৫ ঘণ্টা ৪০ মিনিট এভাবে সাঁতার কাটলাম। একসময় সৈকতের বালু দৃশ্যমান হলো। ততক্ষণে আমার হাত–পা আর চলে না। উচ্চতার কারণে পায়ের তলে বালুর নাগাল পেতে অন্যদের চেয়ে আমাকে একটু বেশিই সাঁতার কাটতে হলো। এভাবেই সেন্ট মার্টিন দ্বীপের মাটিতে পা রাখলাম। প্রথমবারের মতো সেন্ট মার্টিনে পৌঁছালাম, তা–ও সাঁতার কেটে।


    Source Prothom Alo